কিছু সফটওয়্যার আছে যেগুলও আন্সটল করার পরও কম্পিউটারে থেকে যায় এটা থেকে বাচার উপায় হল ,  আপনাকে উইন্ডোজের রেজিস্ট্রি ফাইলটি সম্পাদনা করতে হবে । আর এ জন্য-
Start >Run এ জান
ডায়ালগ বক্সে regedit লিখুন
এরপর HKEY-LOCAL-MACHINE\SOFTWARE\Microsoft\windows\Current Version\Uninstall  এ যান
এখন এখান থেকে যে SOFTWARE গুলো আপনি ইতিমধ্যে Uninstall করেছেন তা তালিকা থেকে নির্বাচন করে মুছে ফেলুন।
কাজ শেষে রেজিস্ট্রি এডিটরটি বন্ধ করে বেরিয়ে আসুন।

যাদের উইন্ডোজের রেজিস্ট্রি ফাইলটি সম্পাদনা এর বেপারে ধারনা নেই তারা বিরত থাকুন , তাই বলে কাজটা করা যাবেনা !!!!! চিন্তার কিছু নেই আপনারা     your uninstaller  বা    Revo Uninstaller  ব্যবহার করতে পারেন ।

 

ডাউনলোড  Revo Uninstaller

Leave a comment